নির্লোভ, অসাম্প্রদায়িক, সহমর্মী, মানবিক সমাজ গঠনে আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। আমরা যেন যার যার অবস্থান হতে সমাজের জন্য কাজ করে যাই। খুলনায় মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক ও মতবিনিময় এসব কথা বলেন, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে অ্যাডভোকেট সুলতানা কামালসহ ৬ সদস্যের একটি দল অর্পিত সম্পত্তি বিষয়ক আলোচনা করেন খুলনার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারের সাথে।
এর আগে খুলনার বিএমএ ভবনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় ও খুলনার নাইস ফাউন্ডেশনের আয়োজনে খুলনা রিজিওনে মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা ও সিভিল সোসাইটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও নাইস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান মানবাধিকার সংস্কৃতি নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন ডা: বাহারুল আলম, কুদরাত-ই-খুদা, আবুল ফজল, আনোয়ারুল কাদির, ইলা গাংগুলী, এডভোকেট এলিজা, সাংবাদিক দীপংকর রায়। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি শ্রেণির সদস্যসহ প্রফেসর উত্তম কুমার, সমাজ সেবক লুৎফুন্নেছা হিরা, সাংবাদিক নূর হাসান জনি, দৈনিক আমার সংবাদ এর খুলনা ব্যুরো প্রধান ও মানবাধিকারকর্মী একরামুল কবির ও বেল্লাল হোসেন সজল, এমএন আলী শিপলু, আল-আমিন শিকদার, মেধা মার্জিয়া রহমান, নুরতাজ, পারভীন আক্তার, আফরোজা, জেবুন্নেছা, রাবেয়া সুলতানা, বাবলুজ্জামান, রাশেদুল ইসলাম ও জাহিদুল ইসলাম প্রমুখ।