খুলনায় প্রথম করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণের ইচ্ছা প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাদিয়া মনোয়ারা উষা। তিনি বৃহস্পতিবার খুলনার সিভিল সার্জনের কাছে তাঁর এ ইচ্ছা ব্যক্ত করেন। তবে খুলনায় কাকে প্রথম টিকা দেয়া হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ খুলনা গেজেটকে জানান, কাকে প্রথম টিকা দেয়া হবে এ ব্যাপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সিটি কর্পোরেশনের আওতায় শহরে টিকা দেয়া হবে। সিটি মেয়রের সাথে আলোচনা করে প্রথম টিকা গ্রহণকারী নির্ধারণ করা হবে। তবে স্বাস্থ্য বিভাগের যে কাউকে প্রথমে টিকা দেয়া হতে পারে বলে তিনি জনান।
এ ব্যাপারে ডা. সাদিয়া মনোয়ারা উষা বলেন, “আমি সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ ১০ মাস করোনা ভাইরাসের বিষয়ে দায়িত্ব পালন করে আসছি। খুলনায় টিকা আসছে জেনে আমরা খুবই আনন্দিত। টিকা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের পজেটিভ-নেগেটিভ প্রতিক্রিয়া রয়েছে। এজন্য মানুষকে উৎসাহ দিতে আমি প্রথম টিকা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছি।”