খুলনা সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. মিয়া মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের মিয়া বাড়ীস্থ সাগর পার্টি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, আ’লীগ নেতা তাওহিদুল ইসলাম ঝন্টু, মসজিদে তৈয়্যেবার সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান, মো: মজিবুর রহমান, এস এম মুজিবর রহমান, রিপন খান, আকরাম মন্ডল ও মরহুমের পুত্র এ এস এম মুরাদ উল্লাহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মাহফিলে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীরমুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর মসজিদ তৈয়ৈবায় নামাজে জানাযা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।