খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ৭ মার্চ সোমবার সকালে বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’ এবং ‘শহিদ মিনার’ এ শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক ড. মীর্জা মোঃ শাহরিয়ার মাসউদ, কোষাধ্যক্ষ মোঃ মেহরাব হোসেন, ক্রীড়া সম্পাদক রাফাত মাহমুদ হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক দ্যুতিময়ী জাহাঙ্গীর, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু সাফায়েত এবং সদস্য প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, ড. মোঃ আশরাফুল ইসলাম, ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন ও মোহাম্মাদ নাঈম হাসান।