বৃহস্পতিবার সকাল ১০ টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা পরিচালিত আল-কারীম অক্সিজেন সেবার কাফন দাফন টিম খুলনা মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী বানরগাতী ইসলাম কমিশনারের মোড় নিবাসী শ্রী সুকুমার ঢালীর মৃত্যুদেহ গল্লামারী শ্মশানে নিজ খরচে পৌঁছে দেন।
আল-কারীম অক্সিজেন সেবা এভাবেই ধর্ম-বর্ণ নির্বিশেষে অক্সিজেন সেবার সাথে মৃত্যুদের গোসল ও দাফন, অসুস্থদের ব্লাড সেবাও দিয়ে যাচ্ছে বিরতিহীন ভাবে।
উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মোঃ ইমরান হোসেন মিয়া, ফেরদাউস গাজী সুমন, ইব্রাহিম ইসলাম আবীর, মোঃ আব্দুর রশিদ, মোমিন ইসলাম নাসিব, মোঃ আরিফুল ইসলাম, মিরাজ আল সাদী, হুসাইন আহমাদ, নুর হুসাইন, সাব্বির আহমাদ