দীর্ঘ ৩০ ঘন্টা পর মোংলা বন্দরের পশুর নদীতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ নাবিক জাবের আলীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। মঙ্গলবার (২২ জুন) বিকালে পশুর নদীর লাউডোব খেয়াঘাটস্থ স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জাবের আলী কার্গো জাহাজ এম,ভি মোকসেদপুর-ফেনী’র লস্কর এবং নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইডিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার নিখোজের পর থেকে খুলনার ডুবুরী দলসহ আমরা উদ্ধার অভিযান শুরু করি। কিন্ত পানি ও স্রাোত বেশি থাকায় আমরা জাবেরের সন্ধান পাইনি। মঙ্গলবার বিকালে ডুবে যাওয়া স্থানের পাশেই তার মৃতদেহ ভেসে ওঠে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। সোমবার (২১ জুন) সকাল ১১ টায় মোংলা বন্দরের পশুর নদীতে অবস্থান করা বয়ার সাথে বেঁধে রাখা জাহাজের রশী খুলতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হয় জাবের। নিখোজের পর-পরই মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশ জাবেরকে উদ্ধারে অভিযান শুরু করে। এ ঘটনায় এর আগে জাহাজের মাষ্টার মোঃ আঃ রশিদ থানায় জিডি করেন।