মোংলা উপজেলা ও পৌর শ্রমিক লীগের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা শ্রমিক লীগ এর সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীম এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ।
জানা যায় যে, মোংলা উপজেলা শ্রমিক লীগ এর সহ-সভাপতি মোঃ রাজীবুল আলীমকে গত ৩১জানুয়ারী আনুমানিক বেলা ১০ টা থেকে ১২ টার মধ্যে ৪ বার দুবৃত্তকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এই হামলাকারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী (তিনি বর্তমানে জামিনে আছে) । ৩/৪ জন সন্ত্রাসী বেপরোয়াভাবে রাজীবুল আলীমের উপর হামলা করে তাকে গুরুতর জখম করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে এলে তাকে রেখে হামলাকারিরা পালিয়ে যায় । গুরুতর অবস্থায় রাজীবুল আলীমকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । আহতের অবস্থা খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রাজীবুল আলীম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জাতীয় শ্রমিক লীগ, মোংলা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে রাজীবুল আলীমের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও ঘৃনা জানানো হয়েছে এবং আক্রমনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে।