বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোংলায় খাল খননে চলছে ব্যাপক অনিয়ম ও টাকা দাবি করার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় খাল খননের ঠিকাদারের সুপার ভাইজার আজমল নামের এক ব্যক্তিরর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয়রা।
রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলা বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ ব্যাংক রোডের ১ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খাল খনন চলমান রয়েছে। নকশা অনুযায়ী খাল খনন চলমানের কথা থাকলেও মানা হচ্ছে না সেসব নিয়ম কানুন। টাকার বিনিময় সুবিধাবাদীদের সাথে আঁতাত করে খাল খনন চলছে। অাবার কোথাও কোথাও চলমান ও এসএ/ সিএস অনুযায়ী কাটা হচ্ছে বলেও স্থানীয়রা দাবি করেন।
আবার এপাড়ের মাটি ওপাড়ে টেনে নিয়ে রাখা হচ্ছে। দুই পাশ দিয়ে উঁচু করে বেড়িবাঁধ না দেওয়ার কারনে ইতিমধ্যে ১৫ টিরও বেশি মৎস্য ঘের তলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় । বাড়ির উঠানে পানি জমে থাকায় বিভিন্ন প্রজাতির গাছ, গবাদিপশু ও হাঁস মুরগীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ অনেকেই কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের একমার্ত আয়ের উৎস এই ঘের। কিন্তু অদৃশ্য কি ক্ষমতার বলে ওই আজমল ইচ্ছে করে খাল খননের সময় খালের দুই পাড়ে উঁচু করে ভেড়ি না দেওয়ার কারনে আমাদের মৎস্য ঘের তলিয়ে যাওয়ার কারনে এখন আমরা সর্বসান্ত। কি খেয়ে বাঁচবো তাও জানিনা।
এবিষয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখর হালদার সাংবাদিকদের বলেন, আমি একাধিক বার তাদের বলেছি কারো কোনো ক্ষতি না করে সরকারি নিয়ম অনুযায় খাল খনন করেন, কিন্তু তারা তাদের মতো করে খাল কেটে যাচ্ছে। বিষয়টা পানি উন্নয়ন বোর্ডের অধিন্থত তাই হয়তো আমাদের কথা শোনেনা। অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সুপার ভাইজার আজমলের সাথে কথা বলতে চাইলে সাংবাদিক টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।