বাগেরহাটের মোংলার পশুর নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় সুন্দর বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানায় ওই ট্রলার থেকে সাঁতরিয়ে কূলে ওঠা যাত্রীরা। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা বন্দর ও শিল্প এলাকায় প্রতিদিনের মতো কাজে যোগ দিতে খেয়া পার হতে যান ট্রলারে থাকা যাত্রীরা। মোংলার হোলসিম সিমেন্ট ফ্যাক্টরির খেয়া ঘাটে আসার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে ট্রলারটির। পরে ড্রেজারের নিচে চলে যায় ট্রলারটি। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অনেকে। এ সময় সুন্দর বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ওসি আরও জানান, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নিবার্হী কর্মকর্তা লে. কমান্ডার ইফতিখার হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের ৩টি নৌযান ডুবুরিসহ ছুটে আসে। এরপর বিএনএস মোংলা নৌঘাঁটির সদস্যসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়।