‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে প্রথম বারের মতো সারাদেশের ন্যায় মোংলায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মোংলা অফিস ইনচার্জ মুকিতুল হক এর আয়োজনে, ডি.সি মোঃ রুমি এর ব্যবস্থাপনায় এ দিবসটি পালিত হয়েছে।
সকাল ১০টায় মোংলা আঞ্চলিক অফিসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মোংলা অফিস এর ইনচার্জ মুকিতুল হক , ডি.সি মোঃ রুমি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।
এ দিবস উপলক্ষে বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য র্যালী, বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।