মোংলা প্রতিনিধি:: করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের বিশেষ ওএমএস’র চাল বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ চত্বরে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০ টাকা দরে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। বিশেষ ওএমএস’র আওতায় রবিবার প্রথম দিনই ১নং ওয়ার্ডের ২৬০জন পেয়েছে ১০টাকা দামের চাল। বিশেষ ওএমএস চালুর প্রথম দিনের চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী খাদ্য গুদাম ইনচার্জ মো: মমিনুল ইসলাম, উপজেলা নিবার্চন অফিসার আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর জাহানারা চানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম শিকদার ও সাধারণ সম্পাদক মো: কালাম।
উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য সরকারের বিশেষ ওএমএস’র আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস’র পাশাপাশি বিভিন্ন ত্রাণ সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়ে সেদিকে সার্বক্ষনিক লক্ষ্য রাখা হচ্ছে।