
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রভাষক নিগার সুলতানা সুমী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাসের কাছে ৫টি পিপিই ড্রেস হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মেডিকেল টেকনোলজিস্ট অনিমেষ সাহা, স্বাস্থ্যকর্মী মোঃ জাহিদ হোসেন প্রমূখ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিরলস ভাবে চিকিৎসা কাজে উৎসাহ যোগাবে।