বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী রুহুল আমীন চান মিয়া ভোট চেয়ে মোটর শোভাযাত্রা ও নির্বাচনী গনসংযোগ করেছেন।
রোববার সকাল ১১টায় ইউনিয়নের কলেজ বাজার, মাষ্টার বাজার ও কালিবাড়ি বাজারে ২০ কিলোমিটার মোটর শোভাযাত্রা, লিফলেট বিতরণ, গনসংযোগ ও পৃথক পথসভা করেছেন তিনি।
আওয়ামী লীগ নেতা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ইউনিয়ন সভাপতি রুহুল আমীন চান মিয়া সংক্ষিপ্ত পথসভায় বলেন, জনগন সকল ক্ষমতার উৎস, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ১১নং বহরবুনিয়ার সাধারণ মানুষ তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নদী পথে যাতাযেতের একমাত্র পদ। কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়।
অবহেলিত বহরবুনিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তিত করতে হলে পরিবর্তনের মাধ্যমে সম্ভব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ডিজিটাল বাংলার ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বেপারী, কৃষকলীগ নেতা মনোতোষ মজুমদার, শ্রমীক লীগ নেতা জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।