বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রোববার ইউনিয়ন সচিবদের নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরী সভা।
সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্বাস্থ্যকমপ্লেক্সে, উপজেলা পরিষদ ও পৌরসভায় কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ করছেন। ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ১৭টি কেন্দ্রে ৫১টি বুথে এ টিকাগ্রহন শুরু হবে। প্রতিদিন ১০ হাজার মানুষ পাবেন করোনা ভ্যাকসিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, কোভিটপ-১৯ ভ্যাকসিন সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ থেকে ১২ আগষ্ট এর মধ্যে ৩দিন ভ্যাকসিন গ্রহন করা হবে। প্রতিটি ইউনিয়নের রেজিষ্ট্রেশনের মাধ্যমে ১নং ওয়ার্ডে ৩টি বুথে ৬শ মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে ৬জন টিকাদানকারি, ৯ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভ্যাকসিন গ্রহনে ইউনিয়ন পর্যায়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ১৭ টি কেন্দ্রে কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক, ও স্কাউট টিম সার্বিক সহোযোগিতায় থাকছেন। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। অনলাইনে টিকা গ্রহনে রেজিষ্ট্রেশন শুরু করার নির্দেশনা দিয়েছেন ইউনিয়ন সচিবদেরকে তিনি।