বাগেরহাটের মোরেলগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আর খান ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর আর খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ড. মো. আব্দুর রহিম খান পিপি এম।
আর্কিটেক্ট প্রফেসর, এর আর খান ডিগ্রী কলেজের গভানিং বডির সভাপতি এম. এন জাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মঠবাড়ীয়া কেএম লতিফ ইনষ্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা জামান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন সহকারি অধ্যাপক আলমগীর হোসেন, সহকারি অধ্যাপক এ কে এম হেমায়েত উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, উপধ্যক্ষ মো. মাসুদুর রহমান। এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন।