বাগেরহাটের মোরেলগঞ্জে জিংক ধান-ব্রি ধান ৮৪-এর প্রদর্শনী শীর্ষক কৃষকদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাসেমখার হাট সাইক্লোন শেল্টারে “জিংক ধান করবো চাষ, পুষ্ঠি পাবো বারো মাস” জিংধানের ভাত খাই, শরীরের জিংকের ঘাটতি মেটাই’ এ শ্লােগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ এর উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সিফাত আল মারুফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. মেজবাহ আহমেদ, বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ-এর সমন্বয়কারি ম. জাহিদুল আলিম সেলিম, হিসাব রক্ষক বিমান সোমাদ্দার, দৈবজ্ঞহাটী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, সাংবাদিক গনেশ পাল, কৃষক মো. বাইজিদ হাওলাদার প্রমুখ। এ কর্মশালায় ১০০ জন কৃষক জিংকের প্রয়োজনীয়তা মানুষের শরীরে রোগ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করার লক্ষে ও ব্রি-ধান ৮৪ ফসল চাষাবাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন কৃষকরা।