২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আব্দুল্লাহ আল জাবির, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মিরপুরে পুলিশের গুলিতে শহিদ মাহফুজুর রহমানের পিতা মো. আব্দুল মান্নান, গুলিতে আহত আমানুল্লাহ আল ফারাবীর পিতা মাওলানা মো. আনসার উদ্দিন, গুলিতে আহত সাইফুল ইসলামের ভাই মো. শরিফুল ইসলাম, আন্দোলনে অংশ গ্রহনকারি ছাত্র মুসাদ্দিক বিল্লাহ তামিম ও সায়মন জিয়ন।