বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার “কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা” শীর্ষক তিনদিন ব্যাপী দুগ্ধ খামারীদের প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিএম আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ।
সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৪০ জন দুগ্ধ খামারী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে ডা. জিএম আব্দুল কুদ্দুস প্রশিক্ষণ প্রদান সহ খামারীদের বিভিন্ন পরামর্শ দেন।