বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থীর কমপক্ষে ১০জন কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে তেলিগাতী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদা আক্তারের কর্মীদের ওপর দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মীরা হামলা করে। হামলায় হালিম খান, মনি খান, মনির শেখ, উজ্জল শেখ গুরুতর আহত হয়েছেন এবং ৫টি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে মোরশেদা আক্তার জানিয়েছেন।
অপরদিকে বণগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী রিপন চন্দ্র দাশের গাড়ি বহরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোল্লার কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন রিপন দাস। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে রিপন দাশ বলেন, সুবর্ণজয়ন্তীর মিছিল শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি বহরে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। হামলাকারিরা ৬টি মটর সাইকেল ভাংচুর করেছে এবং ৬ জন কর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করেছ। আহতদের মধ্যে জয়দেব মিস্ত্রীকে(৩০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুটি ইউনিয়নে সহিংসতার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।