সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে নৌকার মাঝি হলেন ১৬ প্রার্থী, বিদ্রোহীরা থাকছেন মাঠে | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নৌকার মাঝি হলেন ১৬ প্রার্থী, বিদ্রোহীরা থাকছেন মাঠে

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথম ধাপে ১১ এপ্রিল ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন মনোনয়ন বোর্ড। ১৬টি ইউনিয়নে নৌকার মাঝি হয়েছেন ১৬ প্রার্থী। বিদ্রোহীরাও থাকছেন মাঠে।
জানাগেছে, সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে মোড়েলগঞ্জ উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয়  নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীরা হলেন ১নং তেলিগাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মোর্শেদা আক্তার, ২নং পঞ্চকরণ ইউনয়নের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ৩নং পুটিখালী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল রাজ্জাক শেখ, ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. সামছুর রহমান মল্লিক, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জেলা শ্রমীক লীগ নেতা আব্দুল আলীম, ৬নং চিংড়াখালী চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলী আক্কাস বুলু, ৭নং হোগলাপাশা ইউনিয়নে মনিশংকর হালদার, ৮নং বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র দাস, ৯নং বলইবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান আলী খান, ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, ১১নং বহরবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন তালুকদার, ১২নং জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নে ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম, ১৪নং বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান লাল, ১৫নং সদর মোড়েলগঞ্জ ইউনিয়নের মো. হুমায়ুন কবির মোল্লা ও ১৬নং খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবুল খায়ের। এরা চুড়ান্তভাবে দলীয় মনোনীত হয়েছে।
বিগত ৫ বছরে দলীয় প্রতিকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান দলের ত্যাগী নেতা হিসেবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩টি ইউনিয়ন। নিশানবাড়িয়া ইউনিয়ন, মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন ও হোগলাপাশা ইউনিয়ন। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নেই দলীয় মনোনয়ন চেয়ে প্রতিক পাননি যারা তাদেও মধ্যে থেকে অনেকেই নির্বাচনে অংশ নিবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে বিদ্রোহী হিসেবে নয় বলে জানিয়েছেন একাধিকরা।
এ সর্ম্পকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ইতোমধ্যে ১৬ ইউনিয়নের দলীয় মনোনীত চুড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন। তবে দলীয় কোন পদে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত এখনও আসেনি।
চুড়ান্ত দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থীরা প্রতিক্রিয়া বলেন, দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে সাধারণ জনগন উন্নয়নের ধারাকে বজায় রাখতে ইউপি নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোল্লাহাটে ‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা

রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

রামপালে জামায়াত ইসলামীর গণসমাবেশ

বাগেরহাট জেলা বিএনপি’র তদারকী কমিটির সদস্য মনোনিত হলেন রুনা গাজী

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।