বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে মহাঅষ্টমীতে রাতের আলোয় সজ্জিত মন্ডপগুলো রবিবার রাতে পরিদর্শন করেন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির, সাধক রামপ্রসাদ দূর্গা মন্দির ও সেরেস্তাদারবাড়ি নবারন সংঘ শ্রী শ্রী দূর্গা মন্দিরে পরিদর্শনকালে পূজারী ভক্তবৃন্দের মাঝে শামিল হন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. কেএম আজিজুল ইসলাম, হরিসভা মন্দির কমিটির সভাপতি রনজিৎ ঘরাই, সম্পাদক এ্যাড. রতন কুমার সাহা, কাউন্সিলর তপন পোদ্দার, স্বপন সাহা, নির্জর ঘরাই, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল বাঙ্গালীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক এম.পলাশ শরীফ প্রমুখ। এ সময় কেন্দ্রীয় নেতা মিলন আগতভক্তবৃন্দের মাঝে বলেন, শারদীয় দুর্গোৎসব এলেই বাঙ্গালীরা ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্ত্ব বন্ধনে মিলিত হয়। দেবী দূর্গা মায়ের কাছে প্রার্থনা হোক সকলের মাঝে যেনো এ বন্ধন অটুট থাকে। এদিকে মহাঅষ্টমীতে নবারন সংঘ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও মিলিত হন নেতৃবৃন্দ।