১১ এপ্রিল ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩নং নিশানবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসে এ মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আরহাজ¦ আব্দুল গফফার হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে মোড়েলগঞ্জের ১৪নং বারইখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান লাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিকেলে উপজেলা কৃষি অফিসে এ মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী, ছাত্রলীগ নেতা আব্দুলাহ আল সুমন, ছাত্রলীগ নেতা রুবেল মুন্সীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুরুপ: মোড়েলগঞ্জের ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহŸায়ক অধ্যাপক শামীম আহসান পলাশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিকেলে উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ আলম বাবুল, ছাত্রলীগ সভাপতি মো. তানভীর হায়দার জনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়াও হোগলাবুনিয়ায় ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামন মনোনয়নপত্র দাখিল করেছেন।
খোজ নিয়ে জানাগছে, ১৬ ইউনিয়নের দলের মনোনয়ন বঞ্চিত একাধিকরা থাকছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন মাঠে।