সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ১৯ বছর পলাতক থাকার পরে ফাঁসির আসামি গ্রেফতার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ১৯ বছর পলাতক থাকার পরে ফাঁসির আসামি গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডদেশ নিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর খুলনা র‌্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে বেল্লাল ফরাজি। ৫ সন্তানের জননী বেল্লাল ফরাজি (৬২) মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত. আব্দুল মজিদ ফরাজির ছেলে। মোরেলগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার বিকেলে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ২০০৩ সালের ১৫ জুলাই মোরেলগঞ্জের বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১১, তারিখ-১৬.৭.২০০৩।
দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬জুন বেল্লাল ফরাজিকে ফাঁসির আদেশসহ অন্যান্যে আসামিদের মৃতুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বিষয়টি খুলান র‌্যাব-৬ এর নজরে আসলে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃতদন্ডপ্রাপ্ত আসামি বেল্লাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায় আত্মগোপন করে আছে। থানা পুলিশের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে আভিযানিক দলটি সোমবার রাতে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন বেল্লাল ফরাজিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান এ খবরের সত্ত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল ফরাজীকে র‌্যাব সদস্যরা থানায় সোর্পদ করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চিতলমারীতে জেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ

বাগেরহাটে সিম কোম্পানির কর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩

চিতলমারীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ছাব্বিরের কবর জিয়ারত করলেন : সচিব

ফকিরহাটে একই রাতে দুটি মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ চুরি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।