বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
আভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২১ উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধান বিক্রয়ের জন্য নির্ধারিত চাষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ ও খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার।
মোরেলগঞ্জে এ বছরে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৮ শ’ ২ মেট্রিক টন বেরো ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।