বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। সোমবার বেলা ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসক স্কাউটার মোহাম্মদ আজিজুর রহমান ক্যাম্পুরীর উদ্বোধন করবেন।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানসহ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পুরীতে ৪২টি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৫২ জন কাব শিশু ও ১৯ জন ইউনিট লিডার অংশগ্রহন করেছেন।