বাগেরহাটের মোরেলগঞ্জে ইংরেজী নতুন বছর ২০২২ সালের প্রথম দিন শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়েছে। এ বছরে শিক্ষার্থীরা ৭৪ হাজার বই পাবে।
এ উপলক্ষ্যে ১০৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণীতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মাহামুদা খানম। নব্বইরশী উত্তর বিশারীঘাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণীতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাফর ইকবাল, আলহাজ্ব নূর মোহাম্মদ, সহকারি শিক্ষিকা গোলাপি কুন্ডু, কামরুন্নাহার,কারিমা আকতার। শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণীতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমান, সভাপতি আ. ছামাদ মুন্সী, শুভেচছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মাওলানা আল আমিন, অমৃত কুমার, সবুজ মন্ডল, সাবিরা আক্তার, পলি আক্তার প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান বলেন, মাধ্যমিক স্তরের ৬৪ টি বিদ্যালয ও ৬৩টি মাদ্রাসার প্রায় ৪১ হাজার শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে। প্রথমদিনে ৬০ শতাংশ শিক্ষার্থী বই পেয়ে যাবেন। আগামী তিন-চার দিনের মধ্যে শতভাগ শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন খান বলেন, ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৩৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ চলছে।