মোল্লাহাটে পুষ্টি উন্নয়নে সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মোল্লাহাট ক্রেইন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পুষ্টি উন্নয়নে বাগেরহাট জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মুখার্জী রবীন্দ্রনাথ, উক্ত কমিটির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ টংকার, যুগ্মসাধারণ সম্পাদক কল্লোল সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য ফারহানা আক্তার, সাংবাদিক শেখ কামরুজ্জামান ও এসকে শাকির হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক ও উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির সদস্য এম এম মফিজুর রহমান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এডভোকেসি বিশেষজ্ঞ রুমানা শারমিন, জেজেএস এনজি’র উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা, রূপান্তর’র উপজেলা ওয়াস ও সিএসও মবিলাইজার আব্দুল করিম, এনজিও প্রতিনিধি ঊষা রাণী, শিউলী খাতুন, রত্না মণি ও সঞ্জিৎ মন্ডল, উপজেলা কিশোর কিশরী ফোরামের সভাপতি সাদিয়া আক্তার, সম্পাদক জুই এবং প্রাইভেট সেক্টরের মেহেদি হাসান প্রমূখ।
সভা সঞ্চালনা করেন, জেলা সিএসও মবিলাইজার শরিফুল বাসার।