বাগেরহাটের মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহ. শাহ আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ললন কুমার মন্ডল, নূর মোহাম্মদ খান, জীবন কৃষ্ণ চৌকিদার ও শর্মিষ্ঠা মন্ডলসহ ১০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ।