সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে অমর একুশে পালন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে অমর একুশে পালন

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (অমর একুশে)-২০২১ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে একুশের প্রথম প্রহরে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস চত্বরের শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ মোল্লাহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সরকারি জাতির জনক মহিলা মহাবিদ্যালয়, কেআর কলেজ, লুৎফর রহমান বি,এম, কলেজ ও সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব মোল্লাহাট, জাতীয় মহিলা সংস্থা, উদয়পুর ইউনিয়ন পরিষদ, কুলিয়া ইউনিয়ন আ’লীগ ও মধুমতি ১০০ মেঃওঃ পাওয়ার প্লান্টসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
অমর একুশের সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল এক প্রভাত ফেরী শুরু হয়ে কেআর কলেজ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, আ’লীগ নেতা মোঃ জিকরুল আলম, ও এস,এম, নাসির উদ্দিন, অবঃ পুলিশ পরিদর্শক শিকদার আক্কাস আলী(পিপিএম) ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, শেখ রফিকুল ইসলাম, মোঃ বাবলু মোল্লা,মুন্সি তানজিল হোসেন, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চেীধূরী, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ নেতা সাজ্জাস আল-ইসলাম মঈন, কল্লোল বিশ্বাস পলু ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোল্লাহাটে ‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা

রামপাল প্রেসক্লাব’র সভাপ‌তি সবুর, সুজন সম্পাদক, মেহেদী সাংগঠনিক সম্পাদক

রামপালে জামায়াত ইসলামীর গণসমাবেশ

বাগেরহাট জেলা বিএনপি’র তদারকী কমিটির সদস্য মনোনিত হলেন রুনা গাজী

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।