বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবন লর্ড প্রজাস্বত্ত্ব এস্টেটের সাবেক সিএস খতিয়ান মোতাবেক বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলায় এসএ ও বিআরএস রেকর্ড জরিপ কার্য পরিচালনার জন্য এস্টেটের মালিক সামাদ হাওলাদার জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।
আবেদনে প্রেক্ষিতে শনিবার দুপুরে তার অস্থায়ী কার্যালয়ে তিনি জানান, সুন্দরবন লর্ড ১৯২৮ সালের বঙ্গিয় প্রজাতন্ত্র আইনে(সংশোধনী)সিএস জরিপের সকল নামের জেএলনং মৌজার মানচিত্র সিট নক্সার রাইট মোতাবেক নতুনভাবে বিআরএস জরিপ সহ নতুনভাবে বন্দোবস্তের স্বত্বের হস্তান্তর ও প্রচার করতে হবে। আর এ আবেদনের প্রেক্ষিতে তিনি প্রশাসনের সহায়তায় মাইকিং, ব্যানার ও মিডিয়ার মাধ্যমে প্রচারের অনুমতি পান। ইতোমধ্যে এসএ ও বিআরএস রেকর্ড জরিপসহ বন্দোবস্ত স্বত্তে¡র হস্তান্তরের প্রত্রিæয়া পরিচালনার জন্য মাইকিং করেছেন।
সুন্দরবন লর্ড প্রজাস্বত্ত¡ এস্টেটের মালিক দাবিদার আব্দুস সামাদ হাওলাদার জানান, ভ‚মি অফিস থেকে যেসব মিউটেশন দেয়া হচ্ছেতা সিএস খতিয়ান মোতাবেক দেয়া হচ্ছেনা। যা সম্পূর্ণ অবৈধ। এসএ রেকর্ড দিয়ে যেসব মিউটেশন ও রেজিষ্ট্রি করা হচ্ছে তা অবৈধ। সুন্দরবন লর্ড প্রজাস্বত্ত্ব এস্টেটের নামে নামজারীর জন্য প্রায় ১৪শ’ সদস্য প্রশাসনের মাধ্যমে আবেদন করেছে।