চ্যানেল খুলনা ডেস্কঃমোড়েলগঞ্জে যুবলীগ কর্মী ইউপি সদস্য নাজমুল হাসান রানার (৩৫) হাত পা ভেঙ্গে দু’ চোখ উৎপাটন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসি। হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল এখন মোড়েলগঞ্জ। শুক্রবার সকাল ১১টায় বারইখালী ইউনিয়েনের শেখ পাড়া বাজারে এ নৃসাংশ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
নারী পুুরুষ, শিশুসহ শত শত লোক বিক্ষোভ শহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আ‘লীগ নেতা মোশারেফ হোসেন, তাঁতীলীগ নেতা মনিরুজ্জামান বিজয়, আহত ইউপি সদস্যর বড় ভাই ফারুক হোসেন, খোকন হাওলাদার, যুবলীগ নেতা খায়রুল ইসলাম বাবু,
ইউপি সদস্য রানার ভাই বাহাদুর খান, মোস্তফা হাওলাদার, ছাত্রলীগ নেতা মো. রুবেল মুন্সী, শাহিদা বেগম, রোকেয়া বেগম, রানার দু’ই শিশু কন্যা শাহারা ও তামান্নাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ কারীরা এ ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অনতি বিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার নিকট।
যুবলীগ নেতা ইউপি সদস্য নাজমুল হাসান রানা ২৪ ফেব্রুয়ারি সোমবার রাত ১টার দিকে উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের সাথে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন।
ৃএকই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামলার প্রধান আসামি রাসেল কাজী, লিয়াকত কাজী, ডালিম আকন, বখতিয়ার খাঁ সহ ২৫/৩০ জনে পিটিয়ে কুপিয়ে রানার চার হাত-পা, বুকের পাজর ভেঙ্গে ফেলে এবং দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলে।