মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে খুশি আক্তার(১২) নামে এক ছাত্রী আত্মহননের উদ্দেশে বিষপান করেছ। বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী খুশি আক্তারকে শনিবার বেলা ১১ টায় মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে খুশির পিতা ইলিয়াস খলিফা অভিযোগ করে বলেন, তার মেয়ের সাথে নবম শ্রেণির এক ছাত্রের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে শনিবার বিদ্যালয়ে শালিস বৈঠক বসে। ওই সময় মেয়ের সামনে ইলিয়াস খলিফাকে শিক্ষকরা মারধর করে স্কুল থেকে বের করে দেয়। খুশি ওই দৃশ্য দেখে অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, খুশির পিতার সাথে কোন শিক্ষক খারাপ ব্যাবহার করনি। আলোচনার এক পর্যায়ে খুশির পিতা উত্তোজিত হলে শিক্ষকরা তাকে বের করে দেয়।
এ সম্পর্কে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খুশির পিতাকে কোন শিক্ষক মারপিট করেনি। খুশির বিষপানের নেপথ্যে অন্য কোন কারণ থাকতে পারে।