চ্যানেল খুলনা ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য অবৈধভাবে মজুদ করা ৭ হাজার কেজি লবণ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ধলা বাজারের পাশে প্রবাসী মুজিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গ্রেপ্তারকৃতরা হলেন, পারভেজ (২৪), সালেক (২২), হৃদয় (১৯) ও শাকিল (১৮)।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ধলা বাজারের পাশে মুজিবর রহমানের বাড়ির গোডাউনে অভিযান চালিয়ে লবণ উদ্ধার করা হয়। এ ঘটনায় লবণ ব্যবসায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, দেশে লবণের দাম বেড়েছে- এই গুজব কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় লবণ মজুদ করে রাখা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, বেশ কয়েক দিন আগে গ্রেপ্তারকৃতরা এখানে এসে থাকার কথা বলে বাসা বাড়া নেয়। কিন্তু লবণের ব্যবসা কিংবা মজুদের বিষয়টি তারা জানতেন না। গোপনে লবণ মজুদ করা হয়েছে।