যশোর পৌরসভার নির্বাচনে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি এ আপিল আবেদন জমা দেন। আগামী রোববার আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। গত বৃহস্পতিবার ঋণখেলাপি উল্লেখ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।
বিএনপি নেতা সাবেরুল হক সাবু জানান, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা জমা দেন মারুফুল ইসলাম। যা ৩১ জানুয়ারি ব্যাংকের পরিচালনা বোর্ডে পাস হয়। ২ ফেব্রæয়ারি ব্যাংক ঋণের টাকা পেয়েছে বলে চিঠি দিয়ে জানায়। নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংককে ঋণ পরিশোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। যেটি ওইদিন এনসিসি ব্যাংক করতে পারেনি। তিনি বলেন, ব্যাংক সময়মতো বাংলাদেশ ব্যাংককে যদি না জানায় তাহলে তার দায় প্রার্থী নেবেন কেন। ব্যাংকের কারণে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া কোনোভাবেই কাম্য নয়। আপিল শুনানিতে মারুফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করছেন সাবেরুল হক সাবু।