যশোর প্রতিনিধি : “পথের প্রান্তরে বাড়ির আঙ্গিনায়, চলো সবুজে সবুজে মন মাতায় বৃক্ষের ছোঁয়ায়”। এমনি স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে “মুজিব শতবর্ষ উদযাপন” উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে ১৫/০৭/২০২০ তারিখ বুধবার সকাল ১০ ঘটিকায় “তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি”র আয়োজন করে “এ.সি.এল সমাজ কল্যাণ সংস্থা”। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর খড়কী পীরবাড়ির কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত উপদেষ্টা জনাব এ,এফ,এম আনজির । এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোলাইমান সুমন – বি.এ. ফার্মাসিস্ট, মোঃ আব্দুল হামিদ-ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ অহিদুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি নাজমুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শোভা আক্তার রিয়া। এছাড়া অন্যান্য সদস্য-শারমিন আক্তার, আরমান হোসেন, নাছিমা আক্তার, শানিয়া আক্তার, রজব আলী রাজু, ইসরাফিল হোসেন, মিম আক্তার, সাগর আলী কদর, হোসেন আলী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ১ম দিনে বাড়ির আঙিনা ও রাস্তার পাশে বিভিন্ন ফলদ ও ওষুধি গাছ রোপণ করা হয়। এছাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে ফল, ফুল ও ওষুধি গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথিবৃন্দরা পরবর্তী দুই দিনেও বিভিন্ন জাতের গাছ রোপণ ও বিতরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। ১ম দিনের অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বলেন “শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে গাছ লাগালে চলবেনা বরং সারাবছর বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করতে হবে”। এছাড়া “এ.সি.এল সমাজ কল্যাণ সংস্থাটি” উক্ত কর্মসূচির মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, সারাবছরই মানুষ, সমাজ ও দেশের কল্যাণে এই ধরনের সামাজিক কার্যক্রম তারা অব্যাহত রাখবে।