যশোর প্রতিনিধি :: করোনা সংকটকালে শিক্ষর্থীদের মেস ভাড়া ৬০ শতাংশ মওকুফের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যশোর শাখা। আজ রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ৪ মে অতিরিক্ত জেলা প্রশাসক সহকারি পুলিশ সুপার, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের বৈঠকে ৬০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়। কিন্তু ৩০ মে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি কোন শিক্ষক ছাত্র প্রতিনিধি ছাড়াই এক বৈঠকে পূর্ব সিদ্ধান্ত বাতিল করে ২৫ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি এই সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক।
শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যশোরের শিক্ষার্থীরা মেস ছেড়ে বাড়িতে অবস্থান করছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থীর টিউশনি বন্ধ। অপর দিকে মেস মালিকরা ভাড়ার জন্য অমানবিক আচরণ করছে। এমন অবস্থায় বর্তমান সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ কারণে বর্তমান সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। প্রয়োজনে ৬০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রীয় বরাদ্দের দাবিও জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।