যশোর প্রতিনিধি : যশোরে আজ করোনাভাইরাস আক্রান্ত শনাক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও তার স্ত্রী টগর মাহমুদ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফল বিশ্লেষণ করে স্বাস্থ্য বিভাগ আজ শনাক্ত হওয়া ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেছে। এতে দেখা যায়, নতুন করে শনাক্তদের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলার ২১ জন, অভয়নগরের ছয়জন, ঝিকরগাছার শিশুসহ চারজন এবং শার্শার ছয়জনের নাম রয়েছে।
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল (৪৫) আজ তার ফলাফল পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চার-পাঁচ দিন আগে তার ও স্ত্রী টগর মাহমুদের (৪১) নমুনা দেওয়া হয়। আজ সকালে সদর উপজেলা পরিষদ থেকে ফোন করে তাদের দুইজনের নমুনা পজেটিভ আসার খবর দেওয়া হয়।
তিনি জানান, বেশ কিছুদিন তিনি, স্ত্রী ও তাদের একমাত্র মেয়েসন্তান (৭) জ্বরে ভুগছিলেন। সন্দেহবশত তারা স্বামী-স্ত্রী নমুনা দিয়েছিলেন করোনা পরীক্ষার জন্য। এখন মেয়ের নমুনাও দেবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিনজনই মোটামুটি সুস্থ আছি। বিশেষ করে বাচ্চাটা অনেক সুস্থ। তবে স্ত্রীর বুকে খানিকটা ব্যথা আছে।’
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সময় থেকেই শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিপুল নিজের বাড়ি স্বেচ্ছায় তালাবদ্ধ করে একপ্রকার লকডাউনেই ছিলেন বলে জানান।