নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করণের লক্ষে নদী পথে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করেছে পটুয়াখালী নদী বন্দর কর্তৃপক্ষ। এসব পদক্ষেপের মধ্য রয়েছে নৌজানের ইঞ্জিন পরীক্ষা, অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিদর্শন, চেক লিস্ট পরিদর্শন, যাত্রী সেবার মান পরিদর্শন, অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধকরনসহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে নিয়মিত ভাবে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌচলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এসব পদক্ষেপ গ্রহন করেন। বিভিন্ন অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা জাকী শাহরিয়ার, বরগুনা নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নির্মল কুমার রায় এবং পরিবহন পরিদর্শক তুষার কান্তি বণিক প্রমুখ।