চ্যানেল খুলনা ডেস্কঃ ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে করোনার প্রকোপ মারাত্মকভাবে বেড়ে গেছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি দুই মিনিটে অন্তত একজনের প্রাণহানি হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছেন অন্তত ৭৮৬ জন। খবর ডেইলি মেইলের।
যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) অনুসারে, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল অন্তত ৪৩৯ জন। এর আগে রোববার মারা গেছেন ৬২১ জন।
গত ফেব্রুয়ারিতে প্রথম সংক্রমণের পর করোনা এখন ব্যাপক বিস্তার লাভ করেছে। দেশটিতে করোন আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৪২ জন।
ফেব্রুয়ারি থেকে বর্তমানে মৃতের গড় হিসাবে দেখা যায় যুক্তরাষ্ট্রে প্রতি দুই মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস।