চ্যানেল খুলনা ডেস্কঃ চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৫২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের।
সোমবার (২৪ মার্চ) দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ পর্যন্ত তারা ৩ লাখ ১৩ হাজার জনের করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ৪১ হাজারের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম একদিনে এত লোকের মৃত্যু হলো। মৃতদের মধ্যে সবচেয়ে বেশির ভাগই নিউ ইয়র্কের।
পেন্স জানিয়েছেন এখন থেকে সবগুলো অঙ্গরাজ্য, সব হাসপাতাল ও ল্যাব করোনা পরীক্ষার প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) জানাবে, আমরা আজ সকল গভর্নরকে জানিয়ে দিয়েছি যে এখন থেকে সকল রাজ্যের সব ল্যাবরেটোরি, সব হাসপাতাল আইন অনুযায়ী করোনা ভাইরাসের পরীক্ষার প্রতিবেদন সিডিসিকে জানাবে।