আন্তর্জাতিক ডেস্কঃসোলাইমানি হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধাবস্থা বিরাজ করছে এ দুটি দেশের মধ্যে। এ অবস্থায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপসহ আরও নানাভাবে ইরানের ওপর চাপ তৈরির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এসব হুমকিকে সুযোগে পরিণত করতে চান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের কমান্ডার ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ‘গালফ নিউজ’।
সমাবেশে খামেনি বলেন, ‘আমরা দুর্বল থাকলে শত্রুরা আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে। আমরা কোনো দেশ ও জাতির বিরুদ্ধে হুমকি হতে চাই না। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর সে সঙ্গে মোকাবিলা করতে চাই শত্রুদের হুমকি। খামেনি মনে করেন, যুদ্ধ থেকে দূরে থাকতে এবং হুমকির অবসান ঘটাতে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হওয়াটা খুব জরুরি।
এ সময় মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের নীতির দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, নিজেদের অপরাধমূলক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের এসব হুমকিতে ভীত হওয়া যাবে না। আমরা মার্কিনিদের হুমকিকে সুযোগে পরিণত করতে চাই। কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার মতো সামরিক সক্ষমতা ইরানের রয়েছে।