খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারাই পারে সমাজের ভালো-মন্দ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে। সাংবাদিকদের মাধ্যমে আমরা সঠিক তথ্য পেয়ে থাকি। বড় লোকেরা স্বপ্ন দেখতে পারে না, নিম্ম মধ্যবিত্তরাই স্বপ্ন দেখে। স্বপ্নের বাসরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাকে কাজে লাগিয়ে একদিন ধনী হওয়া যায়। বিশ্বের আজকের যারা ধনকুবের তারা সবাই ক্ষুদ্র প্রচেষ্টাকে কাজে লাগিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেছেন।
তিনি সোমবার বটিয়াঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন, জলমা ইউনিয়ন পরিষদে মাতৃদুগ্ধ ফিডিং কর্নার পরিদর্শন দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পুলক কুমার মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সরকারি বটিয়াঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ, ওসি তদন্ত সঞ্জয় কুমার কুন্ডু, যুগান্তরের ব্যুরো প্রধান আহমেদ মুসা রঞ্জু, যুগান্তরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম রকি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ।
দৈনিক যুগান্তর পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি শাওন হাওলাদেরর সভাপতিত্বেও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, সাংবাদিক যথাক্রমে মোঃ মোস্তফা বেলাল, গাজী তরিকুল ইসলাম, পরাগ রায়, দিগন্ত মল্লিক, চিরঞ্জিৎ মল্লিক, জাপানেতা মিজানুর রহমান এলাহী, ইউপি সচিব চিরঞ্জিব রায়, ইউপি সদস্য নিখিলেশ গাইন, ইউপি সদস্য রমা রানী মন্ডল, ইউপি সদস্য পবিত্র রায়, ইউপি সদস্য অশোক মন্ডল, ইউপি সদস্য পার্থ রায় মিঠু, সমাজসেবক পরাগ গাইন, মোঃ রাব্বি শেখ, মাহমুদুল হাসান, আলামিন শিকদার, রফিক হাওলাদার, রাসেল হাওলাদার, রাজু রায় প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা র্যাব-৬ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রেরন করেন।