সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যুবতীকে আটক রেখে গণধর্ষণ, গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

যুবতীকে আটক রেখে গণধর্ষণ, গ্রেফতার ২

চ্যানেল খুলনা ডেস্কঃপিরোজপুরের সদর উপজেলার কলাখালীতে এক যুবতীকে আটক রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ শখ (২৬) ও বেলাল খান (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শুভ সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও বেলাল খান একই ইউনিয়নের দাউদপুর-পুখুরিয়া গ্রামের নুর ইসলাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় , কিছুদিন পূর্বে ভুক্তভোগী ওই মেয়েটি নেছারাবাদ থেকে পিরোজপুরে আসার পথে অভিযুক্ত শুভর সঙ্গে তার পরিচয় হয়। এ সময় শুভ তার মুঠোফোন নম্বরটি চেয়ে নেয়। পরবর্তীকালে মুঠোফোনে মেয়েটির সঙ্গে শুভর প্রায়ই ফোনে কথা হতো। এক পর্যায়ে শুক্রবার বিকালে দেখা করার কথা বলে শুভ মেয়েটিকে শহরের সিও অফিস মোড়ে নিয়ে আসে। এরপর জরুরি কাজের কথা বলে মেয়েটিকে মোটরসাইকেলে করে শুভ তার বাড়ির এলাকা কলাখালীর দিকে নিয়ে যায়।

পরবর্তীকালে ওইদিন রাতে কালাখালীর কেবর্তখালী গ্রামের একটি অন্ধকার বাগানে নিয়ে ওই মেয়েটিকে জোরপূর্বক শুভসহ কয়েকজন ধর্ষণ করে। এরপর বাগান থেকে পুনরায় মেয়েটিকে একটি ঘরে নিয়ে আরও কয়েকজন মিলে ধর্ষণ করে এবং সেই ঘরে মেয়েটিকে আটক রাখে। সবশেষে শনিবার (২৩ নভেম্বর) সকালে মেয়েটি কৌশলে ওই ঘর থেকে পালিয়ে এসে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরবর্তীকালে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

আটকের সত্যতা স্বীকার করে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল  জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ সময় গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি ভুক্তভোগী ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না: মাসুদ সাঈদী

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রাম করতে হবে না: শফিকুর

খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।