চ্যানেল খুলনা ডেস্কঃনগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য সাজ্জাদুর রহমান লিঙ্কনের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়ের হয়েছে। গতকাল রবিবার এজাক্স জুট মিলের প্রধান নির্বাহী কাওসার জামান বাবলা বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (খানজাহান আলী থানা) আমলী আদালতে নালিশী মামলাটি দায়ের করেন (সি.আর-১৮/২০২০)। আদালতের বিচারক তরিকুল ইসলাম বাদির অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। এ সময় আগামী ৪ মার্চ-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
নালিশী ওই মামলায় বলা হয়, সাজ্জাদুর রহমান লিঙ্কন এজাক্স জুট মিল কর্তৃপক্ষের সাথে কোন আলাপ-আলোচনা ছাড়াই মিলের জায়গা দখলে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সার রেখেছেন। এ কারণে ওই ব্যবসায়ীদের নিকট হতে অর্থ আদায় করছেন। একদিকে মিলের জমি দখলে নিয়ে ভাড়া দেওয়া এবং অন্যদিকে সারের প্রতিক্রিয়ায় মিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে তার সাথে কথা বলতে গেলে মিল মালিক ও তাদের প্রতিনিধিদেরকে লিঙ্কন ও তার সহযোগীরা জীবননাশের হুমকি দেয়। এ বিষয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও অবৈধ দখলদার মুক্ত এবং সার গুদামজাত করার বিষয়ে কোন কার্যকর অগ্রগতি না হওয়ায় আদালতে বাদী ৮৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিসহ দণ্ডবিধির ৪২৭, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন।