সোমবার বিকাল ৪ টায় দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক (অনুর্ধো-১৭) ফুটবল টুনামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়।খেলায় দিঘলিয়া ইউনিয়ন সেনহাটী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
দিঘলিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যুব সমাজ মাদকের করাল গ্রাসে পতিত হচ্ছ।যুব সমাজ ধংস হলে জাতীর মেরুদন্ড ভেংঙ্গে যাবে ফলে দেশের উন্নতি সাধন করা প্রায় অসম্ভব হয়ে পরবে।এর থেকে বেরিয়ে আসতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই।ফুটবলকে তার হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনতে স্কুল,কলেজ ও ক্লাব ভিক্তিক টুনামেন্টের আয়োজন করতে হবে,ভালো প্রশিক্ষন নিতে হবে ও কঠোর ভাবে অনুশীলন করতে হবে। বাংলাদেশের প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এটি অনুধাবন করে যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ গ্রহন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দীঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামা,সাংবাদিক সালাহ্ উদ্দিন বাবু। এছাড়া খেলা খেলা পরিচালনায় সহযোগিতা করেন ফখরুল ইসলাম বাবুল, হানেফ সরদার, মেহেদী হাসান, রফিকুল ইসলাম , খেলাটি পরিচালনা করেন নাজমুল ইসলাম।