অনলাইন ডেস্কঃ নগরীর দৌলতপুর থানাধীন কাশিপুর বালুর ঘাট নামক স্থানে জাহাজ থেকে পাচারকৃত জ্বালানী তেল অবৈধভাবে ক্রয় বিক্রয় কালে মোঃ আব্দুল করিম (৩৩) ও মোঃ রকি মোল্লা (৩৫) নামে দুই চোরা কারবারীকে আটক করেন র্যাব-৬। আটককৃতদের মধ্যে আব্দুল করিম এম ভি জাহাঙ্গীর নিশাদ জাহাজের মাষ্টার এবং রকি কাশিপুর এলাকার চিহ্নিত তেল চোরাকারবারী লোকমানের ভাই ও কাশিপুরের মৃত-মিজানুর রহমান এর পুত্র বলে জানা গেছে।
র্যাব৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শামীম সরকার, কোম্পানী কমান্ডার, সিপিসি-স্পেশাল এর নেতৃতে এ আভিযান পরিচালনা করা হয়। এবং বুধবার দিবাগত রাত চার টার সময় উক্ত স্থান থেকে আসামীদের গ্রেফতার ও অবৈধ্য ৬,৫১০ (ছয় হাজার পাঁচশত দশ) লিটার ডিজেল জব্দ করা হয়।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীরা দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার দৌলতপুর থানার পদ্মা ওয়েল কোম্পানীর ডিজেল অবৈধ্যভাবে ক্রয় বিক্রয় চালিয়ে আসছিলো। আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার দৌলতপুর থানায় জ্বালানী তেল পাচার মামলা দায়ের করা হয়েছে।