চ্যানেল খুলনা ডেস্কঃ ২০০৯ সালে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা ক্রিকেট দল বহনকারী বাসে হামলা করেছিলো পাকিস্তানের জঙ্গিরা। সফরে লংকান দলের মহাগুরুত্বপূর্ন সদস্য ছিলেন কুমার সাঙ্গাকারা। হামলায় আহত হয়েছিলেন সাঙ্গাকারা নিজেও। সেই লাহোরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খেলতে নামছেন সাঙ্গা।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে পাকিস্তান সফরে চারটি প্রদর্শনীমূলক ম্যাচ খেলবেন সাঙ্গাকারা। এমসিসি সভাপতি হিসেবে দলের অধিনায়কত্ব করবেন তিনি।
সর্বশেষ ১৯৭৩ সালে পাকিস্তান সফর করেছিল এমসিসি দল। অর্থাৎ প্রায় চার দশক পর পাকিস্তান সফর করছে এমসিসির একটি দল।
১৪ থেকে ১৯ ফেব্রুয়ারির এ সফরে তিনটি টি২০ ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে এমসিসি দল। এ সফরের সবগুলো ম্যাচই হবে লাহোরে। এমসিসি তিনটি টি২০ যথাক্রমে লাহোর ক্লানদার্স, নর্দার্ন ও মুলতান সুলতানের বিপক্ষে। একমাত্র ওয়ানডে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।
পাকিস্তান সফরের এমসিসি দল : কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারু এবং রস হোয়াইটলি।