চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পার। তারা কম্পিুউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিনের কাঠামোর তৈরির গবেষণার জন্য এই পুরস্কার লাভ করলেন তারা। নোবেল পুরষ্কারের অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার একাই এবং বাকি অর্ধেক ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে ভাগ করে দেওয়া হবে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডিশ নোবেল একাডেমি এই পুরস্কার ঘোষণা করে।
নোবেলজয়ী বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো! নোবেলজয়ীর মধ্যে এই অর্থ ভাগ করা দেওয়া হয়।
গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন রুশ বিজ্ঞানী আলেক্সি ইয়াকিমভ, মার্কিন বিজ্ঞানী মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুসকে। কোয়ান্টাম সংশ্লেষণ বিষয়ক গবেষণা করে ন্যানোটেকনোলজিতে বিশেষ অবদান রাখায় তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়।
সূত্র : নোবেল প্রাইজ ডট অর্গ