সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ | চ্যানেল খুলনা

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ

চ্যানেল খুলনা ডেস্কঃবনানীর বহুতল ভবন এফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ওই মামলায় আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।বহুতল ভবন এফ আর টাওয়ার নির্মাণে ভুয়া নকশা, নকশা জালিয়াতি, আইন লঙ্ঘন করার পরেও ছাড়পত্র দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা, সংশ্লিষ্ট ভবন মালিকসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে দুদক।এ মামলার আসামিরা হলেন—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও ইজারা গ্রহীতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক।সোমবার হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন রাজউকের সাবেক প্রধান সাইদুর রহমান। শুনানি শেষে আদালত সাইদুর রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদেশের দিন থেকে এক সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। এরপর ওই ভবন নির্মাণ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে মামলা করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।