সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু | চ্যানেল খুলনা

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন দুইজন। আত্মহত্যাকরেছেন এক গৃহকর্মী। শুক্রবার (২৮ আগস্ট) ও শনিবার এ ঘটনাগুলো ঘটে।
রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আসিফ ইকবাল সুমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাঠাও এর গাড়ি চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বছিলা লাউতলা মমতাজ শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হলেও তার চালক ও সহকারী পালিয়ে যায়।

এসআই আরও জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তার বাবার নাম শেখ আইয়ুব আলী। আমরা জানতে পেরেছি তিনি পাঠাও এর মোটরসাইকেল চালাতেন।

রাজধানীর কামরাঙ্গীরচর মমিনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কাশেম মিয়া (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুড় ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশেম মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে । কামরাঙ্গীরচড় মজিবর ঘাট এলকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

সহকর্মী মোফাসসেল হোসেন জানান, তারা রাজমিস্ত্রীর কাজ করেন। সকালে মোমিনবাগ সিলেটি বাজারে একটি নির্মানাধীন একতলা ভবনে কাজ করছিলেন তারা। গরমের কারণে নিচ লায় স্ট্যান্ড ফ্যান চালু করতে যান। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন কাশেম। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল বড় মগবাজার পেয়ারাবাগের এবটি বাসা থেকে শাহিদা আক্তার (২৩) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড় দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানায়, মৃত শাহিদা এক বছর ধরে পেয়ারাবাগে আব্দুল ওহাবের বাসায় কাজ করতেন। সকালে শাহিদা ঘুম থেকে না ওঠায় সবাই ডাকাডাকি করে। দরজা না খুললে দরজার লক ভেঙ্গে পরিবারের সদস্যরা। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃত শাহিদা রংপুর জেলার পীরগাছা উপজেলার আমিনুল ইসলামের মেয়ে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই সাইফুল ইসলাম।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন

বায়ুদূষণে ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে

আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন : তারেক রহমান

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।